বর্তমান সরকার এরশাদের ৩৫ বছর আগের ফর্মুলা অনুসরণ করছে: রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘জাতীয় পার্টি বিরোধী দল তবে উন্নয়ন বিরোধী নয়। বিরোধী দলে থেকেও আমরা সংসদে দাঁড়িয়ে দেশ ও জনগণের উন্নয়নের পক্ষে কথা বলি। দেশের ইতিহাসে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির চেয়ে বেশি উন্নয়ন কোনো দল চায়নি।’

আজ সোমবার, ১৩ জানুয়ারি দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় কোলকোন্দ সাউদপাড়া ডিজিটাল মাদ্রাসার চার তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চীপ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, আজ থেকে ৩৫ বছর আগে গ্রামকে শহর বানানোর পরিকল্পনা এইচ এম এরশাদ গ্রহণ করেছিলেন। বর্তমান সরকার এরশাদ সাহেবের ৩৫ বছর আগের ফর্মুলা এখন অনুসরণ করছে। গ্রাম হবে শহর, এটা ভালো উদ্যোগ। উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। উন্নয়নের মহাসড়কে থেকে গঙ্গাচড়াও বদলে যাবে।

রাঙ্গা আরো বলেন, জাতীয় পার্টির জন্মটাই উন্নয়নের জন্য। এরশাদ সাহেবের নয় বছরের শাসনামলে উন্নয়নের দেশের মানুষ এখনও ভুলতে পারেনি। একসাথে শহর গ্রামের উন্নয়ন করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান হাজী রুহুল আমিন, রংপুর জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবজ্জামান আফতাব, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী প্রমুখ।

এবি/রাতদিন