নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আজ আরো একটি সুযোগ আছে বাংলাদেশের সামনে। কারণ দ্বিতীয় ম্যাচে আজ আবারো মাঠে নামছে টাইগাররা প্রতিপক্ষ ভারত। দু-দলের জন্যই এটি শেষ প্রস্তুতি ম্যাচ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায়।
প্রতিপক্ষ যেহেতু ভারত তাই কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে স্বস্তির কথা হলো নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরছে ভারত। পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের কাছে। পুরোপুরি ব্যর্থ ছিল টপ অর্ডার। বোলাররাও কিছু করে দেখাতে পারেনি। সবার ব্যর্থতার দিনে শুধু ৫৪ রানের ইনিংস খেলেছিল অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। দলের এমন পার্ফরম্যান্স তাই নিশ্চিতভাবেই পোড়াচ্ছে কোহলিদের।
তাই প্রথম ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাইবে ভারত। ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশের বিপক্ষে। এ ম্যাচটিকে ঘিরে নিজেদের ঝালিয়ে নিতে মুখিয়ে আছে দুইবারের চ্যাম্পিয়নরা।
দলের আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া হয়ে ভারত চাইবে ম্যাচ জিততে। আর বাংলাদেশ টিম কম্বিনেশনের সর্বশেষ সুবিধা নিতেই চাবে।
ফলে জমজমাট একটি ম্যাচ হয়তো দেখবে বিশ্ববাসী।
জেএম/রাতদিন