বাংলা বিভাগের ফল প্রকাশের দাবিতে বেরোবিতে অবস্থান কর্মসূচি

বাংলা বিভাগের ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার, ১২ মে দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার তিন মাস  পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরেই পাঠানো হয়নি।

শিক্ষার্থীরা জানান, ফলাফল প্রকাশ না হওয়ায় তারা কোনো ধরণের চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না। বাংলা বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগে যারা ভর্তি হয়েছিল তাদের মাস্টার্স শেষ হওয়ার পথে, অথচ বাংলা বিভাগের শিক্ষার্থীদের এখনো অনার্স শেষ হয়নি।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষন করা হলে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মন কোনো মন্তব্য করতে রাজি হননি।

এইচএ/রাতদিন