‘বাবার আসনে’ ছেলে জয়ী

রংপুর-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এরশাদপূত্র রাহগির আল মাহি সাদ ।১৭৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রাথী রিটা রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট।

এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

এছাড়াও গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ১৬৬২, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম (আম) প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনটিতে ইভিএমে ভোট নিয়েছিল ইসি। সেবার ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।