বাবার ওষুধ কেনা হলো না নাজমুলের

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বাবার জন্য ওষুধ আনতে তিনি মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার, ২৯ জানুয়ারি রাতে উপজেলার আউলিয়াপুকুর ইউপির কারেন্টহাট বাজারের খুনিয়াদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক নাজু উপজেলার মাঝাপাড়ার একরামুল হকের ছেলে। আহতরা হলেন- চিরিরবন্দর হানিফ কাউন্টারের মালিক ওয়াহেদুল ইসলাম ও হাটখোলা গ্রামের জাকারিয়া ইসলামের ছেলে মানিক হোসেন।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রাতে বাবার জন্য ওষুধ আনতে বাড়ি থেকে মোটরসাইকেলে শহরে যাচ্ছিলেন নাজমুল। এ সময় তার সঙ্গে দুইজন ছিলেন। পথে কারেন্টহাট বাজারের খুনিয়াদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নাজমুল নিহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।