বিভাগজুড়ে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭, পঞ্চগড়ে প্রথম শনাক্ত

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে নতুন করে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এতদিন পঞ্চগড় জেলা সংক্রমণের বাইরে থাকলেও আজ এ জেলার একজন সংক্রমিত বলে শনাক্ত হয়। ফলে রংপুর বিভাগের ৮ জেলায়ই করোনা সংক্রমণ নিশ্চিত হলো।

শুক্রবার, ১৭ এপ্রিল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান।

তিনি জানান, শুক্রবার দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে সাত জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে রয়েছেন, নীলফামারী ৩ জন, ঠাকুরগাঁও ২ জন, দিনাজপুর ১ জন ও পঞ্চগড় জেলায় প্রথমবারের মতো সংক্রমিত ১ জন।

ফলে আজ শুক্রবার, ১৭ এপ্রিল রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো:

  • গাইবান্ধায় ১৩ জন
  • দিনাজপুরে নয়জন
  • নীলফামারীতে নয়জন
  • ঠাকুরগাঁওয়ে পাঁচজন
  • রংপুরে চারজন
  • লালমনিরহাটে দুজন
  • কুড়িগ্রামে দুজন
  • পঞ্চগড়ে একজন
  • বিভাগে সর্বমোট আক্রান্ত ৪৫ জন।

জেএম/রাতদিন