বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন শিখর ধাওয়ান

চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত জয়ের দিনেই দুঃসংবাদটি পেয়েছিল ভারত। ভারতের  ওপেনার শিখর ধাওয়ান পড়েছেন ইনজুরিতে। প্রথমে তিন সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। আশা করা হয়েছিল এরপর মাঠে নামতে পারেন তিনি।

কিন্তু বাঁ হাতের বুড়ো আঙুলের চোট না সারায় চলমান বিশ্বকাপ থেকে একবারে ছিটকে গেলেন ধাওয়ান। তাঁর বদলে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ঋষভ পন্ত। 

ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার সময় নাথান কুল্টার-নাইলের বলে চোট পান ধাওয়ান। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। বিসিসিআই সূত্রে জানা যায়, ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচে খেলার সম্ভাবনা নেই ধাওয়ানের। এই চোট সারতে অনেকটা সময় লাগবে। সেই কারণেই তাঁকে বাদ দিয়েই বাকি ম্যাচগুলো খেলার জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় দল।

ভারতের বিশ্বকাপ দল থেকে ঋষভের বাদ পড়া নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত ধাওয়ানের চোট ঋষভকে বিশ্বকাপ খেলার সুযোগ এনে দেয়।

শান্ত/রাতদিন