বিশ্বের সর্বাধিক উপার্জনকারীর তালিকায় অক্ষয় কুমার, নেই তিন খান

বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ১০০ জন তারকার তালিকা প্রকাশ করেছে মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস।  সেই তালিকায় রয়েছে অক্ষয় কুমার।  তার  ধারেকাছেও নেই তিন খ্যান খ্যাত শাহরুখ, সালমান, আমিরসহ অন্য কোন বলিউড তারকা।

এই তালিকায় প্রথমেই রয়েছে জনপ্রিয় মার্কিন মডেল কাইলি জেনার।  এ তালিকায় বলিউড তারকাদের মধ্যে আয়ের শীর্ষে রয়েছে অক্ষয় কুমারের নাম। 

ফোর্বস প্রকাশিত ১০০ অভিনেতার তালিকায় তিনি রয়েছেন ৫২তম স্থানে।  আবার একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন তিনি।  গত কয়েক বছর ধরেই বলিউড তারকাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এ অভিনেতা।

প্রতিবেদনটিতে অক্ষয়ের বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৮.৫ মিলিয়ন ডলার বা ৩৫৬ কোটি রুপি।

খিলড়ি খ্যাত এই অভিনেতা  পিছনে ফেলেছেন হলিউডের সফল তারকা উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলি, রিহানা, কেটি পেরি, লেডি গাগা ও জেনিফার লোপেজের মত তারকাদের।

তবে গত বছর অক্ষয় কুমার এই  তালিকায় ৩৩তম স্থানে ছিলেন।  এ বছর ক্ষাণিকটা পিছিয়ে  এসেছেন।

আরআই/রাতদিন