বাংলাদেশের ইনিংসে শাকিব-মুশফিকের উদযাপনটি মনে আছে? দুজন যখন বুক চিতিয়ে দুজনকে আলিংগন করলেন, বাংলাদেশের খেলোয়ারদের শরীরী ভাষাটা বোঝা গিয়েছিলো তখনই।
যতক্ষন শ্বাস লড়াই তৎক্ষণ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাই করে দেখালো বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড়সম সংগ্রহ করে বাংলাদেশ। যা বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।
জবাবে সমান তালে লড়েও ২১ রানে হরে গেল দক্ষিন আফ্রিকা। বিশ্বকাপে কোনো দল কখনো ৩৩০ তারা করেনি। সর্বোচ্চ ৩২৯ করে জিতেছিল আয়ারল্যান্ড। সেই ২০১১ সালে, কেভিন ও’ ব্রায়েনের পাগলাটে এক সেঞ্চুরি স্তব্ধ করে দিয়েছিল ইংল্যান্ডকে। সে তুলনায় আজ যখন প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ করেছিল, তখনই তো বাংলাদেশের জয়টা নিশ্চিত ধরে নেওয়া যেত। কিন্তু ওই যে বাংলাদেশ চাপ সয়ে ম্যাচ জেতার প্রস্তুতিতে নেমেছিল। সেটা সয়েই আজ পেল ২১ রানের জয়।
প্রাপ্তি অনেক। ইংল্যান্ডের উইকেটে মোস্তাফিজের পুনর্জন্ম হলো বিশ্বকাপের অভিষেক ম্যাচেই। চোট শঙ্কা কাটিয়ে সাইফউদ্দীন ফিরলেন, তুলে নিলেন অতি মূল্যবান দুটি উইকেট। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব দেখালেন তাঁর সেরাটা।
আগামী দিনগুলো শুধুই প্রত্যাশার। শুধুই শুভকামনার।
জেএম/রাতদিন