বুড়িমারী হত্যাকান্ড: নতুন করে গ্রেপ্তার আরও একজন

রংপুরের আবু ইউনুছ মো.সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে হত্যার পর  মরদেহ পোড়ানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই একজনকে গ্রেপ্তারের মাধ্যমে এ পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা ২৪ জনে দাড়ালো।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার, ৬ নভেম্বর লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. রাজু (৩৮)। তিনি কালিগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার ইয়াকুব আলীর ছেলে। বর্তমানে পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের রসুলগঞ্জ এলাকায় বসবাস করেন তিনি।

প্রসংগত, গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রিয় জামে মসজিদে রংপুরের নগরির বাসিন্দা আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলের বিরুদ্ধে ধর্ম অবমাননার  গুজব ছড়ানো হয় । গুজবে উত্তেজিত জনতা জুয়েলকে পিটিয়ে হত্যার পর তাঁর মরদেহ আগুনে পুড়িয়ে দেয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

জেএম/রাতদিন