বুড়িমারীতে বাস কাউন্টারে গণধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকায় যশোদা পরিবহন নামের একটি বাস কাউন্টারে এক নারী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

এর আগে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। জানা গেছে, বুড়িমারী-ময়মনসিংহ রুটে চলাচল করে যশোদা পরিবহনের ওই বাসটি।

পুলিশ সুত্রে জানা যায়, দিন তিনেক আগে ভারত যাওয়ার উদ্দেশ্যে শেরপুর থেকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আসে ওই নারী। এরপর ইমিগ্রেশনে তার কাগজপত্র প্রস্তুত করে দেয়ার নামে ওই কাউন্টারের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে রাতে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে বুড়িমারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, স্থানীয় নুরুন্নবী (২৮) ও আনছারুল ইসলাম ওরফে ভোম্বল (৩০)। সেখানে টানা দুই দিন গণধর্ষণের শিকার হয় ওই নারী।

এই অবস্থায় বৃস্পতিবার, ২১ মার্চ সকালে খবর পেয়ে পাটগ্রাম থানা পুুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। পাশাপাশি ধর্ষণের অভিযোগে বুড়িমারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে আটক করে।

পাটগ্রাম থানার ওসি মো. মনছুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক রেজাউলসহ তিন জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ওই নারীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

এবি/রাতদিন