যশোরের বেনাপোল চেকপোস্টে জেরিন সুলতানা (৩৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার সাথে থাকা ৩০ হাজার আমেরিকান (ইউ এস) ডলার জব্দ করা হয়।
মঙ্গলবার, ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় বেনাপোল বন্দরের প্যাসেন্ঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জেরিন সুলতানা সাভার থানার আশুলিয়া এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের হন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল কোলকাতার মারকুইজ স্ট্রীট থেকে পরিচালিত হুন্ডি ব্যবসায় বহনকারী হিসেবে জেরিন সুলতানা কাজ করেন। ওই হন্ডি ব্যবসায়ী অভিনব কায়দায় ল্যাগেজ এবং শরীরের ফিটেড অবস্থায় অর্থ পাচার করে থাকেন।
এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এর নির্দেশে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি টহলদল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অভিযানে বসে।
পরে সন্ধ্যা ৭টার দিকে ঐ নারী বাংলাদেশে প্রবেশ করে ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম শেষ করে টার্মিনালের সামনে এলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। যার বাংলাদেশী মুল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।