ঈদের দ্বিতীয় দিন। আনন্দ আর উৎসবের আমেজে অনেকে ঘোরাঘুড়ি আর আড্ডায় ব্যস্ত। হঠাৎ ভেঙে যায় তিস্তার বাধ। তিস্তার সর্বনাশী স্রোতের কড়াল গ্রাস থেকে ঘর-বাড়ি রক্ষার জন্য পরিবারের সাথে কাজে ব্যস্ত হয়ে পড়েন সাঈদ। এ সময় বাড়িতে থাকা বৈদ্যুতিক তার ছিড়ে শরীরে জড়িয়ে যায়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রান হারান কলেজ শিক্ষার্থী আবু সাঈদ।
মঙ্গলাবার, ২৬ মে সকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তার তীর বর্তী চর গোকুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সাঈদ সদর উপজেলার ওই গ্রামের দিনমজুর দুলু মিয়ার ছেলে। এছাড়া সে ঢাকা কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
এ বিষয়ে গোকুন্ডা ইউপি পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, সর্বনাশী তিস্তা নদীর ভাঙ্গনের কবল থেকে নিজেদের ঘর-বাড়ি সড়ানোর কাজ করছিলো সাঈদ। এ সময় বৈদ্যুতিক তার ছিড়ে যায়। ওই ছেড়া তারে সে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায় বলেও জানান তিনি।
জেএম/রাতদিন