ভারতে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ল কেরালায়

ভারতের বিভিন্ন রাজ্য থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করে অনেকগুলি খবর গত কয়েকদিন ধরে সামনে আসছিল। সেই সব ক্ষেত্রে রক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও এবার ভারতে মিলল করোনাভাইরাসের নমুনা।

কেরালায় এক ছাত্রের দেহে নোভেল করোনাভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয়। ওই ছাত্রকে পৃথক ভাবে রেখে ২৪ ঘণ্টা তার ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রনালয়কে উদ্ধৃত করে ভারতীয় দৈনিক ‘এই সময়’ এ খবর প্রকাশ করে।

তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। ওই ছাত্র চীনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। এর প্রেক্ষিতে দিল্লি এবং মুম্বইতেও অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এছাড়া কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ৪০০ জনকে তাঁদের নিজেদের বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

১ জানুয়ারির পর চীন থেকে ফিরেছেন এমন যে কেউ সর্দি-কাশি-জ্বরে ভুগলে তাঁকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রনালয়।

জেএম/রাতদিন