ঠাকুরগাঁওয়ের সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। কোরবানির ঈদ সামনে রেখে সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে তারা ধরা পড়েন বলে জানা গেছে।
শনিবার, ৩ জুলাই জেলার হরিপুর উপজেলার মোলানী সীমান্তের অদূরে ভারতের ফুলবাড়ি এলাকা থেকে বিএসএফ তাদেরকে আটক করে।
এ ঘটনায় উপজেলার গেদুরা ইউপির মরাধার গ্রামের রবিউল ইসলাম (১৮), আবুল হোসেন (২৮), আওয়াল (৩০) ও আমিনুল হক (১৭) নামের চার যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ভারতের গোয়ালপুকুর থানার ফুলবাড়ি এলাকার এনামুল হকের বাড়ি থেকে ওই ৪ যুবককে আটক করে দেশটির পুলিশ। পরে আটকদের ভারতের একটি কারাগারে পাঠানো হয়।
আটকের বিষযটি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী ।