ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার, ৪ ফেব্রুয়ারি সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম রেভগেই-এর সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান বলে সূত্র জানিয়েছে।
টিপু মুনশি বলেন, ‘ভুটানে যাতায়াতের জন্য বাংলাদেশের সৈয়দপুর বিমান বন্দর ব্যবহার করলে উভয় দেশ উপকৃত হবে। এতে বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে অনেক সুফল পাওয়া যাবে।’
বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভুটান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি প্রদান করেছে ভুটান। এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ।’
মন্ত্রী বলেন, ‘ভুটানে তৈরি খাবার, তৈরি পোশাক, ঔষধসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ । বিপরীতে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী আমদানি করে বাংলাদেশ। এ কারণে ভুটানে রপ্তানির চেয়ে বাংলাদেশের আমদানি বেশি ‘
মতবিনিময়কালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমএইচ/০৪.০২.১৯