মঞ্চ ভেঙে পড়ে গেলেন আল্লামা শফী ও বাবুনগরী (ভিডিও)

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত একটি সম্মেলনের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে। এসময় মঞ্চে থাকা হেফাজত ইসলামের আমির আল্লামা শফী ও জুনায়েদ বাবুনগরীসহ অন্যরা পড়ে যান।

আজ শনিবার, ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলার কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে গেলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রধান অতিথি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীসহ অন্যরা অক্ষত রয়েছেন। পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানের সমন্বয়ক হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান সাংবাদিকদের জানান, মঞ্চে অতিরিক্ত লোক হওয়ায় আকস্মিকভাবে মঞ্চের পেছনের অংশ ভেঙে মাটিতে নেমে আসে। তবে আল্লামা আহমদ শফিসহ কেউ হতাহত হয়নি।

এর আগে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকালে হাজার হাজার মুসল্লির ঢল নামে সেখানে। জোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায়।

নারায়ণগঞ্জে কাদিয়ানী বিরোধী সমাবেশ

Posted by Newsnarayanganj on Saturday, 1 February 2020

এবি/রাতদিন