মদপানে প্রাণ হারালেন গাইবান্ধার তিন নারী

চামেলী, চায়না ও জোসনা। প্রথম দু’জন আপন বোন, পরের জন তাদের ফুপু।

মদপান করে তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে। তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

শনিবার, ৯ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা । মুন্সিগঞ্জে এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমে বলা হয়, শুক্রবার চামেলীর বাড়িতে বেড়াতে যান  চায়না ও তার ফুপু জোসনা।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। তারা শিপইয়ার্ডের ভেতরেই থাকতেন।

ওই বাড়িতে রাতে সবাই মিলে মদপান করেন। পরে মধ্যরাতে তারা অসুস্থ হয়ে পড়লে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে যাওয়া হয়।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তিন জনকেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চামেলী ও চায়না মারা যান। ঘন্টা দুয়েক পর মারা যান তাদের ফুফু জোসনা।

এদিকে নিহত চামেলীর স্বামী মন্টুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ সংবাদমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএইচ/০৯.০২.১৯