লালমনিরহাটের কালীগঞ্জে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু জাফর। গতকাল বুধবার, ৩০ ডিসেম্বর মধ্যরাতে উপজেলায় ঘুরে ঘুরে কম্বল বিরতণ করেন তিনি।
উত্তরের এ জেলায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। সূর্যের দেখা নেই। আর নেই ছিন্নমূল মানুষের গায়ে শীতবস্ত্র। শীতে কাহিল হয়ে পড়া জনজীবনে শীতার্তদের শীত মোকাবেলায় পাশে দাঁড়াতে তাদের কাছে যাচ্ছেন জেলা প্রশাসক।
এতে সাথে ছিলেন, ইউএনও রবিউল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম।
আবু জাফর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘রাতের অন্ধকারে ছিন্নমূল মানুষের দেখা পাওয়া যায়। তাই প্রধানমন্ত্রীর দেয়া কম্বল প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য রাতের অন্ধকারে বেড়িয়ে পড়েছি’।
তিনি আরো বলেন, ‘পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো হবে। এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে’।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহ. রাশেদুল হক প্রধানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
আরআই/রাতদিন