মহিপুরে মিনিট্রাকে ৫৯ কেজি গাঁজা! করোনায় কাচামালের নামে মাদক পরিবহন

রংপুরে অবৈধ মাদক সরবরাহকারী আমিনুল ইসলাম নামে এক মিনিট্রাক চালককে গ্রেফতার করেছে র‌্যাব। করোনার সুযোগে কাঁচামাল পরিবহনের আড়ালে মাদক কারবার করছিলো আমিনুল।

বুধবাব, ১৩ মে বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকার মিল্কভিটা অফিসের কাছে সন্দেহভাজন একটি মিনিট্রাকে তল্লাশী চালায় র‌্যাব-১৩। এসময় ওই মিনিট্রাক এর পিছনে লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজাসহ চালক আমিনুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিনুল কুড়িগ্রাম জেলার হলোখানা শুভার কুটিগ্রামের আব্দুল মালেককের ছেলে।

মিনিট্রাকে কাঁচামাল পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং গোপনে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আমিনুল। উদ্ধার হওয়া গাঁজা কুড়িগ্রাম থেকে বগুড়ায় নিয়ে যাওয়ার কথা ছিল তার।

আমিনুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আটকে অনুসন্ধান চলছে বলে জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

জেএম/রাতদিন