২৪ ঘন্টায় রংপুরে ৯, কুড়িগ্রামে ৩ করোনায় আক্রান্ত

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় তিন আনসার সদস্যসহ নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে নয়জন রংপুর জেলার, বাকি তিনজন কুড়িগ্রামের।

বুধবার, ১৩ মে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, আজ রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ১২ জনের নমুনায় করোনা পজেটিভ ফলাফল এসেছে।

আক্রান্তদের মধ্যে রমেক হাসপাতালের আনসার ক্যাম্পের ৩ সদস্য, হাসপাতালের এক লিফটম্যান (৩৭), নগরীর মুন্সিপাড়া এলাকার এক নারী (৪০), অপর নারী (৩৮) ও এক পুরুষ (৪২), গঙ্গাচড়া উপজেলার এক পুরুষ (৫৫), তারাগঞ্জ উপজেলার এক যুবক (২৪) রয়েছেন। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে।
এছাড়াও কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (২৬), কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৬৫) ও এক যুবতীর (২৫) করোনা শনাক্ত হয়েছে।

এদিকে রংপুরে আজকের ৯ জনসহ পুরো জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে।

আক্রান্তদের মধ্যে পুলিশ, আনসার, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ রয়েছে। তবে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাই বেশি।

জেএম/রাতদিন