রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার বন্ধনে রংপুর’এর উদ্যোগে মাদরাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার, ২ সেপ্টেম্বর দুপুরে আরপিএমপি’র কোতয়ালী থানায় ও সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আরপিএমপি কমিশনার ও মানবতার বন্ধনে রংপুর-এর প্রধান উপদেষ্টা আবদুল আলীম মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজের প্রতিটি মানুষের উচিত নিজ নিজ সামর্থ্য ও সাধ্য অনুযায়ী দুঃস্থ, এতিম ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সবাই যদি সবার দুঃখকে অনুভব করতে পারি তবে দুঃখের নির্বাসন হবে। আমাদের এক বেলার ভালো খাবার বিলিয়ে দিয়েও গরীব, দুঃখী, এতিম, অসহায় সবার মুখে হাসি ফোটানো সম্ভব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবতার বন্ধনে রংপুর এর সভাপতি ও আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার ওয়াহিদুন্নবী রিফাত, সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইবনে কায়েস, সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুই, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খোকন, সহ সভাপতি হামিদুর রহমান ও সহ সাধারন সম্পাদক আব্দুল কাদের দিদার প্রমুখ।