মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচন ২০ অক্টোবর, তপশীল ঘোষণা

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ উপনির্বাচনঅুষ্ঠিত হবে আগামি ২০ অক্টোবর। এ সংক্রান্ত তফসীল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে।

বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিসার ও মান্দা উপজেলা পরিষদ উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামি ২৩ সেপ্টেম্বর। বাছাই ২৬ সেপ্টেম্বর ও প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

প্রসংগত, গত ৬ জুলাই মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের এ পদটি শুন্য হয়ে পড়ে। বর্তমানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

জেএম/রাতদিন