মাস পেরুতেই পাকিস্তানে আবারও আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০

পাকিস্তানে আবারও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। গত জানুয়ারির মাঝামাঝি একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ওই মসজিদের ইমামসহ ১৫ জন মুসল্লি মারা যান ।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার, ১৭ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণপশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে এ হামলার ঘটনা ঘটে।

কোয়েটা পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা গণমাধ্যমকে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী একটি ধর্মীয় গ্রুপের সমাবেশে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাকে থামালে পরে সেখানেই সে বিস্ফোরণ ঘটনায়।

আর গত মাসের ১১ তারিখে কোয়েটাতে মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। মাগরিবের নামাজের সময় ঘটা ওই বোমা হামলায় প্রাণহানি হয়েছিল ১৫ জনের।

জেএম/রাতদিন