মা ইলিশ শিকারের সময় আটক ১০

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মা ইলিশ মাছ শিকারের সময় ১০ জেলেকে আটক করা হয়েছে। আজ সোমবার, ২১ অক্টোবর ভোরে জেলার মতলব উত্তরের মোহনপুর এলাকার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় জেলেদের ব্যবহৃত মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা, ৫০ হাজার মিটার জাল এবং ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

চাঁদপুরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর নেতৃত্বে নৌপুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

চাঁদপুর নৌপুলিশ থানার ওসি আবু তাহের খান বলেন, নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে এই ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জেলের ব্যবহৃত মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা, ৫০ হাজার মিটার জাল এবং ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের এই কার্যক্রম চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

শান্ত/রাতদিন