বিধি ভেঙ্গে উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ছয় সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামীকাল শুক্রবার, ৮ মার্চের মধ্যে তাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। এসব এলাকায় ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, ৭ মার্চ ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইসির সহকারী পরিচালক আশাদুল হক।
ওই সংসদ সদস্যরা হলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের মোতাহার হোসেন এবং কুড়িগ্রাম ১ ও ৩, সুনামগঞ্জ ১ ও ২ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।
এদিকে বৃহস্পতিবার, ৭ মার্চ রাতে খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন বর্তমানে নিজের এলাকাতেই অবস্থান করছেন। তিনি গত ৫ মার্চ নিজের নির্বাচনি এলাকায় এসেছেন বলে জানা গেছে।
এবি/রাতদিন