সুন্দরগঞ্জে চেয়ারম্যান হলেন আশরাফুল, ভাইস চেয়ারম্যান সফিউল ও সালমা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে মঙ্গলবার, ১৮ জুন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুল আলম সরকার।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৭ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. খয়বর হোসেন সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৬৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মো. সফিউল ইসলাম (চশমা) পেয়েছেন ২৯ হাজার ৯০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান মনি (লাঙ্গল) পেয়েছেন ১৪ হাজার ১৪৬ ভোট।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. উম্মে সালমা (হাঁস) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল্পনা রানী গোস্বামী (ফুটবল)। তিনি পেয়েছেন ১৮ হাজার ৬৮০ ভোট।

পঞ্চম ধাপের এ নির্বাচনে উপজেলার ১১১টি ভোটকেন্দ্রে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার রয়েছেন তিন লাখ ৩৯ হাজার ২১৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন।

এইচএ/রাতদিন