অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের জয়ে খুশিতে আত্মহারা বাংলাদেশ দল। খুশির জোয়ারে ভাসছেন দলের কান্ডারি আকবরসহ তার বাবা মোহাম্মদ মোস্তফা ও মা সাহিদা বেগম। দেশের জন্য প্রথম কোনো বিশ্ব জয়ের সাফল্যে তাই রংপুরসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দলীয় অধিনায়ক ও তার বাবা-মা ।
রোববার, ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আকবরের মা সাহিদা আক্তার বলেন, ‘আকবর দেশের জন্য খেলেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ জয়ের শিরোপা তার হাত ধরেই আসলো। এটা আমাদের জন্য গর্বের। দেশবাসীর কাছে আমার ছেলেসহ অন্য খেলোয়াড়দের জন্য দোয়া কামনা করছি। তারা যেন সামনের দিনে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।’
আকবর রংপুরের ছেলে। ২০০১ সালের ৮ অক্টোবর রংপুর সদরের পশ্চিম জুম্মাপাড়ায় তার জন্ম । পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট আকবর।
আকবর আলী এখন বাংলাদেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। যেকোনো পর্যায়ে প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বজয়ের সাফল্য এনে দেয়ার কারিগর তিনি।
মাস চারেক আগেও এশিয়া কাপের ফাইনালে হেরেছিল আকবর আলীর দল। সেবার ১০৬ রানে ভারতীয়দের আটকে দিয়েও ৫ রানে হেরে যায় তারা।