রংপুরে অটোচালকের সততায় জেলা প্রশাসকের পুরস্কার

সততার অনন্য দৃষ্টান্ত দেখিয়ে পুরস্কার পেলেন রংপুরের অটোবাইক চালক হানিফ মিয়া। পুরস্কারের অর্থ ও উপহার সামগ্রী তার হাতে তুলে দেন রংপুরের জেলা প্রশাসক ।

রোববার, ১৮ আগস্ট রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সততার পুরস্কার হিসেবে তাকে নগদ টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান জেলা প্রশাসক।

হানিফ মিয়া নগরীর দর্শনা এলাকার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন ডাঙ্গিরপাড় গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ১৩ আগস্ট জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে একটি দামি মোবাইল ফোন কুড়িয়ে পান হানিফ মিয়া। মোবাইলটি লক থাকায় কোনোভাবেই এর মালিকের সন্ধান করা সম্ভব হয়নি।

আব্দুল আউয়ালও লক খুলতে না পেরে মোবাইলের মেমোরি কার্ড খুলে ছবি ও ছবির সাথে আইডি কার্ড দেখে নিশ্চিত হন, মোবাইলটি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তার। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মোবাইল ফেরত দিতে গিয়ে তিনি জানতে পারেন, মোবাইলের প্রকৃত মালিক জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এনডিসি মাহমুদুল হাসান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, অটোচালক হানিফ মিয়া সততার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তা সমাজে বসবাসকারী সকল মানুষের জন্য  অনুকরণীয়।

জেএম/রাতদিন