রংপুরে অপহৃত মুদি দোকানদার উদ্ধার, গ্রেপ্তার ৩ অপহরণকারী

রংপুরে অপহৃত আব্দুল মাজেদ(৫৫) নামের এক মুদি দোকানদারকে উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামার গারাগ্রামের আব্দুল জব্বারের ছেলে। এসময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ্ কাওসার জানান, গত ২৩ আগস্ট রাতে সিয়াম নামের এক ব্যক্তি কৌশলে মাজেদকে মোটরসাইকেলে করে রংপুর এনে নগরীর একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করে। সে টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারী ফজলে রাব্বী (২২), মমিনুল ইসলামসহ (৩৫) আরও কয়েকজন তাকে হত্যার হুমকি দেয়।

পরে ভয়ে মাজেদ ফোন করে তার ছেলেকে টাকা পাঠাতে বলে। ফলে বিকাশের মাধ্যমে চার হাজার টাকা পাঠানো হয়। এরপরেও মাজেদকে মুক্তি না দেওয়ায় পরিবারের লোকজন রংপুর কোতয়ালী থানায় অভিযোগ করেন।

এসআই রফিকুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে গতকাল রোববার, ২৩ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজের সামনে থেকে মাজেদকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তার করে।

এবি/রাতদিন