রংপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন পরিষদ সচিবদের দশম গ্রেড বাস্তবায়ন, বেতন বৈষম্য দূরীকরণ ও সরকারি কর্মকর্তাদের মতো সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান হয়।
শুক্রবার, ২ অক্টোবর রংপুর টাউনহলে দিনব্যাপী এ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বাপসা রংপুরের উপদেষ্টা সাফিউর রহমান সফি।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে ইউপি সচিবরা গুরুত্বপূর্ণ ভুমিক্ষা রাখে। এজন্য ইউপি সচিবদের জীবনমান উন্নয়নে বেতন বৈষম্য দুরীকরণসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবী ন্যায্য দাবী। এই ন্যায্য দাবী পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এর আগে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বাবু। সাধারণ সম্পাদক ও সম্মেলন আহবায়ক মোস্তাক আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি শেখ হাবিবুর রহমান, সহ-সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী। সম্মেলনের ২য় পর্বে রংপুর জেলা বাপসার সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান বাবু।
এছাড়াও যুগ্ম সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ হাজী ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, আব্দুল্লাহ আল মোমিন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুলতান আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাপসা নেতা লালমনির হাট জেলার সিরাজুল ইসলাম, নীলফামারী জেলার রশিদুল ইসলাম, পাবনা জেলার মিজানুর রহমান, দিনাজপুর জেলার সভাপতি বিজয় কুমার অধিকারী, পঞ্চগড় জেলার সভাপতি সাইদুর রহমান, ঠাকুরগাঁও জেলার সভাপতি হাসানুজ্জামান সুমন, কুড়িগ্রাম জেলার সভাপতি আব্দুস সাত্তার, গাইবান্ধা জেলার সহ-সভাপতি আব্দুস সাত্তার প্রধান, রংপুর জেলা প্রতিনিধি আকরাম হোসেন।
জেএম/রাতদিন