রংপুরে ইভিএমে ভোট চুরির গ্রাউন্ড ওয়ার্ক করছে সরকার: আসাদুল হাবিব দুলু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার প্রহসনের নির্বাচন করছে। ইভিএম দিয়ে ভোট চুরির গ্রাউন্ড ওয়ার্ক করছে। ইভিএম এ আমাদের ন্যুনতম কোন আস্থা নেই। তবে সরকারের ভোট চুরির সিস্টেমের প্রতিবাদ এবং জনগনকে তা দেখিয়ে দেয়ার জন্যই আমরা রংপুর-৩ আসনের উপ নির্বাচনে অংশ নিচ্ছি। মহাজোট প্রার্থী আচরণবিধি লঙঘনের সকল সীমা ছাড়িয়ে গেলেও নির্বাচন কমিশন চুপচাপ।

সোমবার, ২৩ সেপ্টেম্বর বিকেল রংপুর মহানগরীর কাচারী বাজার এলাকায় বিএনপি মনোনিত প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী গনসংযোগ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি নেতা দুল আরও বলেন, ‘খালেদা জিয়াকে সরকার ভয়ে কারাবন্দি রেখেছে। কারণ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলে দেশে গণঅভ্যুত্থান হবে। মানুষ মৌলিক অধিকার ফিরে পাবে। তাই খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে ও সরকারের ভোট চুরির কৌশল দেখাতে সকল বাঁধা উপেক্ষা করে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহবান জানাই।’

এসময় বিএনপি  প্রার্থী রিটা রহমান অভিযোগ করেন, এই ভোটে মহাজোট প্রার্থী আচরণবিধি লঙঘনের সকল সীমা ছাড়িয়ে গেছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েও কোন সুরাহা পাই নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা হাত-পা বাঁধা।

তিনি অভিযোগ, আমাদের নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। তারা রাস্তায় বের হতে পারছেন না। হুমকি ধামকি দেয়া হচ্ছে। মহাজোটের পরীক্ষিত নেতাকর্মী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেয়া হচ্ছে। কিভাবে ইভিএমএ ভোট চুরি করা যাবে, সেজন্য মহাজোট নেতাকর্মীদের ট্রেনিং দেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী রিটা রহমান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও জেলা সভানেত্রী সাবেক এমপি শাহিদার রহমান জোসনা, বিএনপির জেলা সভাপতি সাইফুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহসভাপতি এ্যডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সুলতানুল আলম বুলবুল, জেলা সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু।

এছাড়াও ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক আরজানা সালেক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন আখতার, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সভাপতি মাহফজু উন নবী ডন, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া জিম।

এনএইচ/রাতদিন