রংপুরে কনকনে শীতে আগুন পোহাতে গিয়ে ৮ জন দগ্ধ

রংপুরে কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে এক অন্তঃসত্ত্বাসহ ৮ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু রয়েছে।

গত ৪৮ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে, তারা হলেন-রংপুরের পীরগাছা উপজেলার দেউতি হাউদারপাড় এলাকার গর্ভবতী নারী ফরিদা বেগম, দিনাজপুরের খানসামা এলাকার শামসুন্নাহার, রংপুরের পাশারিপাড়া এলাকার রোকেয়া বেগম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলেমা বেগম, কুড়িগ্রামের নুরনাহার। পরিবারের লোকজন জানান, শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) দুপরে পীরগাছার দেউতিতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফরিদা বেগম নামে এক অন্তঃসত্ত্বা। স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করান।

একইভাবে গত দুইদিনে দিনাজপুরের খানসামা এলাকার শামসুন্নাহার, রংপুরের পাশারিপাড়া এলাকার রোকেয়া বেগম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলেমা বেগম, কুড়িগ্রামের নুরনাহার অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ রোগীদের শরীরের ৩ ভাগ থেকে ১০ ভাগ পুড়ে গেছে। তবে তাদের শরীরের অবস্থা ভালো। তিনি আরও জানান, শীতের সময় গরম কাপড় পরার পরামর্শ দেন চিকিৎসক।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা.এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এনএ/রাতদিন