রংপুরে ৩দিনের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু

রংপুর মহানগরীতে ভূমিকম্প, অগ্নিনির্বাপণ, ভবন ধ্বস এ অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত ওয়ার্ড ভিত্তিক নগর স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অব্যাহত রয়েছে।

রংপুর সিটি কর্পোরেশন ও ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ৩দিন ব্যাপী নগর স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু হয়েছে।

নগর স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগের উপ-পরিচালক কে.এম সাইফুল ইসলাম ও প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের রংপুর সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, ইউএনডিপি’র প্রতিনিধি খান আব্দুল মোতালেব।

ওয়ার্ড ভিত্তিক এ নগর স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে এবার নগরীর ১৮নং ওয়ার্ডেও প্রায় ৪০জন স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন। শনিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের হাতে সার্টিফিকেট, সেপটি ইকুইপমেন্ট, টি শাট ও ব্যাগ প্রদান করা হবে।

এনএ/রাতদিন