রংপুরে তিন জেলার সংঘবদ্ধ ডাকাতদল গ্রেপ্তার, জব্দ গরু ও ট্রাক

রংপুরের তিন জেলায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতদের দেয়া তথ্যমতে, লুন্ঠিত ৫টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

রোববার, ৫ এপ্রিল পুলিশ সুপারের নির্দেশে রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, রংপুরের উত্তর মমিনপুর গুচ্ছগ্রাম সংলগ্ন একটি খামার থেকে গত ২২ মার্চ রাতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারকে হাতপা বেধে ১৪টি গরু নিয়ে যায়।

পরে খামারের মালিক বদরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার)এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেনের তত্বাবধানে পুলিশ বিষয়টি নিয়ে মাঠে নামে। গত রোববার রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত ছাদেকুল ইসলাম, মিনারুল ইসলাম, তারাজুল ইসলাম, আঃ ছালাম, মাহাবুল ইসলাম, মফিজ উদ্দিন ও ওবায়দুর রহমানকে গ্রেফতার করে।

পুলিশ সুপার জানান, লুন্ঠিত ৫টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অবশিষ্ট গরু উদ্ধার ও তথ্যের জন্য তাদের রিমান্ডের আবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

জেএম/রাতদিন