রংপুর বিভাগের উন্নয়নে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্ধের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে ৮ দফা দাবির এ মানববন্ধন ১২, জুন বুধবার নগরীর কাচারী বাজারে অনুষ্ঠিত হয়। পরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সারাদেশে দারিদ্রতার হার শতকরা ২৪ ভাগ হলেও রংপুরে এটি ৪৮ ভাগ। রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, ৩ জন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, দুই জন প্রতিমন্ত্রী, হুইপ ও বিরোধী দলীয় চীফ হুইপ রংপুর বিভাগেরও হলেও উন্নয়ন বৈষম্যের শিকার এ বিভাগ।
তারা বলেন, রংপুরের খাদ্য শস্য গোটা দেশের চাহিদা মেটালেও বারবার অবহেলিতই থাকছে রংপুরের মানুষ। তাই আসন্ন বাজেটে রংপুর বিভাগের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি।
একই সাথে রংপুরে দুটি সরকারি স্কুল প্রতিষ্ঠা, রংপুর থেকে ঢাকাগামী বিরতিহীন ও বুলেট ট্রেন চালু, বাজেটে রংপুরকে অগ্রাধিকার দিয়ে পর্যাপ্ত পরিমান বাজেট বরাদ্দ দেয়া, রংপুর নগরীর উন্নয়নে দীর্ঘমেয়াদী ও সময় উপযোগি নগর পরিকল্পনা গ্রহণ, বিদেশে শ্রম রপ্তানীতে বৈষম্য দুর করারও দাবি জানানো হয়।
রংপুর উন্নয়ন ফোরামের সভাপতি সুলতান মাহমুদ টিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, কৃষক নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর জেলা সভাপতি মোশফেকা রাজ্জাক, যুবলীগ নেতা আতাউজ্জামান বাবু, সংগঠনের সদস্য সচিব রাকিবুল হাসান রাকি, যুগ্ম আহ্বায়ক রুম্মান ইসলাম, অনিন্দ্য রায় ও বেলাল হোসেন প্রমুখ।
এবি/রাতদিন