রংপুরে নিম্নমানের কাপড় বিক্রি, ৫ দোকানের জরিমানা

রংপুরে নগরীতে নিম্নমানের কাপড় বিক্রি ও মজুতের দায়ে পাঁচ দোকান মালিকের ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দোকানগুলোতে কাপড় বিক্রি হচ্ছিল।  

আজ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি বিকেলে শহরের সেন্ট্রাল রোডে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

অভিযানে মেসার্স জনতা গার্মেন্টসকে ২৫ হাজার, মেসার্স সাফা ক্লথ স্টোরকে ২০ হাজার, মেসার্স জমজম ট্রেডিংকে ২৫ হাজার, মেসার্স ভাই ভাই ট্রেডিংকে ১০ হাজার এবং মেসার্স মদিনা গার্মেন্টসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মাহমুদ হাসান মৃধা বলেন, ‘রংপুরের কাপড় ব্যবসায়ীরা রাজস্ব ফাঁকি দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন । এতে সরকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি কাপড়ের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। মানহীন কাপড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা’।

এইচএ/রাতদিন

মতামত দিন