রংপুরে প্রকল্পের মেয়াদ শেষের আগেই চাকরি সরকারিকরণের দাবি

মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে কর্মরত লিফদের চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রংপুর বিভাগীয় লিফ ঐক্য কল্যাণ পরিষদ মানববন্ধনের আয়োজন করে।

গত রোববার, ১১ অক্টোবর দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি রফিকুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং রংপুর বিভাগীয় সভাপতি ফরিদুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

বক্তারা বলেন, গত ২০০৯ সাল থেকে মৎস্য অধিদপ্তরের আওতায় লিফকর্মীরা দায়িত্ব পালন করে আসছে। মৎস্যচাষে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থান লাভ করেছে এর অংশদীর তারাও। মাসিক সম্মানির ভিত্তিতে চাকরি করলেও এখনো তাদের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে নেওয়া হয়নি। এই সময়ে অনেকের সরকারি চাকরির বয়সসীমা পার হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষের আগেই  চাকরি সরকারিকরণের দাবি করেছেন তারা।

মানববন্ধন শেষে রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ম্মারকলিপি দেওয়া হয়।

এবি/রাতদিন