রংপুরে প্রতিবন্ধীদের উন্নয়নে আলোচনা সভা

রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৩ ডিসেম্বর নগরীর ক্যাসপিয়া কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন, গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসি ডিডাব্লিউফিল্ড কো-অর্ডিনেটর হাসানুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী সমাজের একটি অংশ। তারাও দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে। কাউকে বাদ দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন হতে পারেনা। সকলের সম্মলিত প্রচেষ্টায় এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, যদি সকলে সচেতন হই তাহলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা না হয়ে সমাজের আশিবার্দ হবে। স্কুল গুলোতে প্রতিবন্ধীদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধীরা সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজ ও দেশ গঠনে তারাও ভূমিকা রাখতে পারবে।

এনএইচ/রাতদিন