রংপুরে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের (এনসিডিডব্লিউ) উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ৩ নভেম্বর নগরীর হাজিরহাট এলাকায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ও সমাজসেবক জমির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিডিডব্লিউ’র রংপুরের সমন্বয়কারী হাসানুজ্জামান।
প্রতিবন্ধী জনগোষ্ঠী কোভিড-১৯ এ সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বক্তারা এই সংকটে সরকারের পাশাপাশি বেসরকারীভাবে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এদিকে নগরীর কয়েকটি স্থানে সীমিত আকারে দিবসটি পালন করা হয়।
আরআই/রাতদিন