রংপুরে বিদ্যুতের ২১২৫ কোটি টাকার দুই প্রকল্পের অনুমোদন একনেকে

রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ সম্প্রসারণের লক্ষে দুটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এর একটি হচ্ছে ‘রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্প’।

অপরটি ‘সৈয়দপুর ১৫০ মেগাওয়াট ১০ শতাংশ সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’।

‘রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্প’ বাস্তবায়ন হলে রংপুর বিভাগে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে ১ লাখ ৮০ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পটি দুটির অনুমোদন দেয়া হয়।

পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সরকারি তথ্য বিবরণী ও বাসস পরিবেশিত খবর সূত্রে জানা গেছে এ তথ্য।

রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ১২৩ কোটি ৮৫ লাখ টাকা।

জানুয়ারি ২০১৯ থেকে জুন ২০২২ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, বিদ্যুৎ বিতরণ সম্প্রসারণের লক্ষে গৃহীত প্রকল্পটি ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন হলে প্রকল্প এলাকায় শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় চলে আসবে।

জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন এবং বিভাগের পৌরসভা ও উপজেলাগুলোসহ ২১টি   এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (এনইএসসিও) এটি বাস্তবায়ন করবে। ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে মঙ্গলবারের একনেক সভায় সৈয়দপুরে ‘সৈয়দপুর ১৫০ মেগাওয়াট ১০ শতাংশ সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ নামের অপর একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০০১ কোটি টাকা। এটি ২০২১ সালের মধ্যে বাস্তবায়ন হওবার কথা রয়েছে।

উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করাই প্রকল্প দুটির মূল লক্ষ্য বলে জানা গেছে।

মঙ্গলবারের একনেকের সভায় বিদ্যুতের ওই দুটি প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পেরর অনুমোদন দেয়া হয়েছে।

এইচএ/২৯.০১.১৯