রংপুরে ভাড়া বাসায় মাদকের কারবার, আটক ২ কারবারি

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। এসময় মাদকপাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ মাদক জব্দ করা হয়।

বুধবার, ১৬ মার্চ বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বিষয়টা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর সেনপাড়া এলাকার একটি চারতলা বাসা থেকে ফেন্সিডিল ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিটি কর্পোরেশনের সেনপাড়া এলাকার মৃত মমতাজ আহমেদের ছেলে রাসেল আহমেদ (৩৯) ও তাজহাট আশরতপুর কোর্ট পাড়া এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে সামিউল আলম রতন (৩২)।

তিনি আরও জানান, নগরীর সেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি চারতলা বাসার নিচতলায় ভাড়া থাকতেন তারা। সেখান থেকেই মাদকের এই কারবার করতেন গ্রেপ্তারকৃতরা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জেএম/রাতদিন