রংপুরের মাদক কারবারি শহিদুল কে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। এসময় তার হেফাজতে থাকা দুইশ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
শনিবার, ২২ জুন রংপুরের তাজহাট গলা কাটার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে শহিদুলের বাড়ী থেকে এসব মাদক উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
শহিদুল ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ রংপুরের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে শহিদুল।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।