রংপুরে র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য গ্রেপ্তার

রংপুর র‌্যাব-১৩ এর জঙ্গী সেলের বিশেষ আভিযানে বৃহস্পতিবার, ১১ এপ্রিল সন্ধ্যায় রংপুর নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য মো. আব্দুল্লাহ ওরফে আলম ওরফে আলম গজীব (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।

সে কোতয়ালী থানার পাবর্তীপুর পীরজাবাদ গ্রামের প্রয়াত মুনসুর আলীর ছেলে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

শুক্রবার রাতে র‌্যাবের এএসপি ও মিডিয়া অফিসর আ ন ম ইমরান খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতত আবদুল্লাহ জেএমবি’র সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে গোপনে সংগঠনটির গোপন বৈঠকে নিয়মিত অংশগ্রহণসহ সংগঠনের জন্য চাঁদা প্রদান এবং চাঁদা সংগ্রহের কাজে জড়িত ছিল।

তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।