রংপুরে সংক্রমণ বাড়ছেই, ২৪ ঘন্টায় চার জেলায় শনাক্ত ২৯

বৃহত্তর রংপুরের চার জেলায় নতুন করে ২৯ জনের কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, ব্যাংকার, এনজিও কর্মীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

বুধবার, ২৪ জুন বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, আক্রান্ত এই ২৯ জনের মধ্যে রংপুরের ১৮ জন, গাইবান্ধার ৭ জন, লালমনিরহাটে ২ জন ও কুড়িগ্রামের ২ জন রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জ উপজেলায় দুইজন, কাউনিয়ার হারাগাছে দুইজন, তারাগঞ্জে একজন, রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন পুলিশ সদস্য, জেলা পুলিশের তিন সদস্য, রংপুর রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এক পুলিশ সদস্য, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মরত একজন, নগরীর কলেজ রোডের দুইজনসহ বৈরাগিপাড়া, মাহিগঞ্জ, সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার একজন করে রয়েছেন।

গাইবান্ধা জেলায় আক্রান্ত ৭ জন হলেন, সদরে একজন, গোবিন্দগঞ্জে পাঁচজন, পলাশবাড়ীতে একজন।

লালমনিরহাটের আক্রান্ত ২ জনের মধ্যে সদরে একজন ও হাতিবান্ধায় একজন।

কুড়িগ্রামে আক্রান্ত ২ জনই উলিপুর উপজেলার।

তিনি জানান, করোনা সংক্রমনের ১০৯ তম দিনে এসে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮২৮ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৪৪০ জন।

প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

জেএম/রাতদিন