রংপুরে সার উত্তোলন-বিতরণ বন্ধের হুঁশিয়ারী

রংপুর জেলার মধ্যবর্তী স্থানে বাফার সার গোডাউন নির্মাণের দাবি জানিয়েছে সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। অন্যথায় সার উত্তোলন ও বিতরণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার, ১৬ জুন দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে বিএফএ রংপুর জেলা ইউনিট আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার রংপুর জেলায় বিসিআইসি কর্তৃক ২০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন সার গোডাউন নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় আমরা আনন্দিত। প্রাথমিকভাবে জেলার মধ্যবর্তীস্থান দর্শনার পাহাড়ি এলাকায় বাফার সার গোডাউন নির্মাণের জন্য জাগয়া নির্ধারণ করা হয়।

তারা অভিযোগ করেন, অজ্ঞাত কারণে জেলা প্রশাসন পূর্বের প্রাথমিক সিদ্ধান্ত উপেক্ষা করে যোগাযোগ ও পরিবহন সংকটাপন্ন মিঠাপুকুরের বৈরাতীতে সার গোডাউন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে জেলার ত্রিশ লাখ কৃষকের স্বার্থ ও সরকারের মূল উদ্দেশ্য ব্যহত হবে।

এ সময় বিএফএ নেতৃবৃন্দ অবিলম্বে জেলার মধ্যস্থানে বাফার গোডাউন নির্মাণের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বিএফএ’র জেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সহ-সভাপতি এস. এম. বদরুদ্দোজা, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, পীরগাছার সার ব্যবসায়ী কামরুজ্জামান পাটোয়ারী, মিঠাপুকুরের সাইফুল ইসলাম, পীরগঞ্জের স্বপন সাহা, তারাগঞ্জের কেশব সরকার, কাউনিয়ার সাইদুল ইসলাম, বদরগঞ্জের শাহ্ নেওয়াজ, গঙ্গাচড়ার আমিনুল ইসলাম, সদর উপজেলার ফেরদৌস আহমেদ, কৃষক আব্দুল কুদ্দুস, মতিন মিয়া, সাদেক আলী প্রমুখ।

এতে রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকার সার ব্যবসায়ী, ডিলার এবং কৃষকরা অংশ নেন।

এনএইচ/ রাতদিন