রংপুরে হারভেস্টারে ধান কাটা উদ্বোধন, কৃষিপ্রযুক্তিতে নতুন দ্বার উম্মোচন

রংপুরে চলতি ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কাটা শুরু করা হয়েছে। ভর্তুকি মূল্যে দেয়া কম্বাইন হারভেস্টর মেশিনে এই কার্যক্রম শুরু হয়েছে। অপেক্ষাকৃত কম মূল্যে এরকম প্রযুক্তি সহায়তা পেয়ে দারুন খুশি রংপুরের গংগাচড়ার কৃষকরা। আর এর ফলে এই প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এ এলাকার কৃষিপ্রযুক্তির ক্ষেত্রে নতুন দ্বার উম্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিস্টরা।

বৃহস্পতিবার, ৭ মে জেলার গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস গ্রামে হারভেস্টারে ধান কাটা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। এসময়ই কৃষকদের এই অনুভুতির কথা জানা যায়।

জানা গেছে, কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগে ভর্তুকি মূল্যে মেশিন ক্রয়ের সুবিধা থাকায় নবনীদাস গ্রামের কৃষক লাবলু মিয়া, বড়বিল ইউনিয়নের কৃষক একরামুল এবং কামরুজ্জামান তিনটি মেশিন কিনেছেন। মেশিন দিয়ে স্বল্প সময়ের মধ্যে ধান কাটা ও খরচ সাশ্রয় হওয়ায় কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টর মেশিনের চাহিদা বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম জানান, সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে গঙ্গাচড়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টর বিতরণ করে। একেকটি মেশিনের মূল্য ২৮ লাখক্ টাকা। এর মধ্যে সরকারি ভাবে ১৪ লাখ টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। বাকি টাকা কৃষককে কিস্তিতেও পরিশোধ করতে হবে।

ধান কাটা কার্যক্রম উদ্বোধনকালে গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইম মোর্শেদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন