রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে এই ২০ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনাক্ত এই ২০ জনের মধ্যে র্যাবের ১২ জন সদস্য রয়েছেন।
বুধবার, ২৭ মে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ১২ জন র্যাব সদস্যসহ তিন জেলার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে রংপুর র্যাবের ১২ জন, নগরীর নিউ সেনপাড়ার ২ জন, মিঠাপুকুর উপজেলার ১ জন, গাইবান্ধার জেলার সাদুল্ল্যাপুরের ৩ ও সদর উপজেলার ১ জন এবং লালমনিরহাট সদর হাসপাতালের ১ জন রয়েছেন।
এদিকে রমেকের পিসিআর ল্যাবে গত ৫৫ দিনে রংপুর জেলার ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে মোট করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন পাঁচজন।
জেএম/রাতদিন