রংপুরে ৬ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে শতকরা ৪ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিলসহ ৬ দফা দাবি করা হয়েছে।

রোববার, ৫ মে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে মাদরাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছিন। একই দাবিতে প্রধানমন্ত্রী স্মারকলিপি দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

সকালে ডিসি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতেবক্তব্য রাখেন জেলা সভাপতি আ.ন.ম হাদেউজ্জামান ও সেক্রেটারী নজরুল ইসলাম এবং রংপুর মহানগর সেক্রেটারী মো. ইদ্রিস আলী ও  সহকারী সেক্রেটারী আল-আমিন মেসবাহ।  তারাগঞ্জ উপজেলা সভাপতি ড. আব্দুস সালাম, কাউনিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, পীরগাছা সভাপতি আব্দুজ্জাহের, মিঠাপুকুর উপজেলা সেক্রেটারী আবুল মোনেম এবং গঙ্গাচড়া উপজেলা সভাপতি খাজা ফেরদৌস রহমান।

এবি/রাতদিন