রংপুর নগরীকে শিশুবান্ধব গড়তে ইউনিসেফের পরামর্শ সভা

রংপুর নগরীকে শিশু বান্ধব হিসেবে গড়ে তুলতে পরামর্শ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের আয়োজনে এতে সহায়তা করে রংপুর সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনার পরিচালক মাহবুব আলম , ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়কারী নাজিবুল্লাহ হামীম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, ইউনিসেফ কর্মকর্তা আফছার রহমান প্রমুখ।

সভায় শিশুদের মতামত প্রকাশের সুযোগ, বন্ধুদের সহচার্য ও খেলাধুলার স্থান নির্ণয়, উন্নতমানের সেবা, বৈষম্যহীন বেড়ে উঠার সুষম সুযোগ, শোষন-সহিংসতা ও নিপীড়ন মুক্ত জীবন, উন্নতমানের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ, নিরাপদ পরিচ্ছন্ন ও সবুজ প্রকৃতি ঘেরা জীবন, পারিবারিক সামাজিক ও সাংস্কৃতিক নাগরিক জীবন নিশ্চিত করার দাবী জানান বক্তারা।

রংপুরের সুশীল সমাজের সর্বস্তরের পেশাজীবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিশু শিক্ষার্থী সভায় উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন